E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে প্রতিবন্ধী নারীর হাত-পা ভেঙ্গে দেওয়ায় মানববন্ধন

২০১৮ জুলাই ১৯ ১৭:০১:৩৪
তাড়াশে প্রতিবন্ধী নারীর হাত-পা ভেঙ্গে দেওয়ায় মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী কহিনুর খাতুন (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে মারধর করে আহত করে তার চাচা শশুরের ছেলে প্রভাবশালী আসলাম আলী। বেধরক মারপিটে ওই নারীর চার হাত-পা ভেঙ্গে যায়। 

প্রতিবন্ধী নারীকে নির্মমভাবে হাত-পা ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার তাড়াশ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি প্রেপসি প্রকল্প ও পরিবর্তন। এতে অংশ নেয় প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ।

উপজেলা প্রতিবন্ধী অধিকার ফোরামের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন আয়োজক এনডিপি সংস্থার সহকারী ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, পরিবর্তন সংস্থার সমন্বয়কারী রোকসানা খাতুন, প্রেসক্লাবের সহ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

(এমএসএম/এসপি/জুলাই ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test