E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সলঙ্গায় ২৬ মাদকসেবীর কারাদণ্ড

২০১৮ জুলাই ২০ ১৭:০৩:৪২
সলঙ্গায় ২৬ মাদকসেবীর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে ২৬ মাদকসেবীকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা।

এর আগে বুধবার (১৮ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বোয়ালিয়া, হাটিকুমরুল গোলচত্ত্বর ও ঘুড়কা এলাকায় অভিযান চালিয়ে ওই ২৬ জনকে মাদক সেবনের উপকরণসহ আটক করেন র‌্যাব সদস্যরা। রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান প্রত্যেকের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার বোয়ালিয়া গ্রামের নিত্য রঞ্জণ দাস (২৮), একই গ্রামের গোবিন্দ চন্দ্র দাস (১৯) ও মিসু দাস (২২), পাগলা মধ্যপাড়া গ্রামের মজিবর রহমান (৩৬), পাগলা উত্তরপাড়া গ্রামের জহুরুল ইসলাম (৫৫), বাকুয়া গ্রামের বাবু লাল (৩২), শ্যামলী পশ্চিপাড়ার হায়দার আলী (৩৩), আমডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান (৩৩), সলঙ্গা থানার তারুটিয়া গ্রামের রুবেল রানা (২৫), একই গ্রামের মনিরুল ইসলাম (১৮), রঞ্জু মিয়া (২৫) ও সফিকুল ইসলাম (৩৬), একই থানার চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের ইলিয়াস (১৯), হাটিপাড়া গ্রামের জহির শেখ (৫৭), একই গ্রামের হাবীব রানা (৩০), বড়মোহনী গ্রামের হবিবর রহমান (৪২), হাসানপুর গ্রামের আব্দুল হাই (৩৪), হাসানপুর পশ্চিমপাড়ার আবু হানিফ (৩৪), কুমারগাতী গ্রামের সাইদার আলী (৩৫), হাটিকুমরুল গ্রামের শহিদুল ইসলাম (৩৫), আলোকদিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৬), রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মোছা. পারুল (২৭), কামারখন্দ থানার বানিয়াগাতি গ্রামের মাহাবুল হোসেন (৩৬), একই উপজেলার ভদ্রঘাট গ্রামের আব্দুল খালেক (৩৪) ও ভদ্রঘাট কাচারিপাড়া গ্রামের বাশার শেখ (৩৮) ও সদর উপজেলার কদমপাল গ্রামের শাহা আলী (৩৫)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কমান্ডার বলেন, র‌্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ওই ২৬ জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের সোপর্দ করলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।

(এমএসএম/এসপি/জুলাই ২০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test