E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক কলেজ এক পরীক্ষার্থী সেও ফেল!

২০১৮ জুলাই ২০ ২৩:১১:০৬
এক কলেজ এক পরীক্ষার্থী সেও ফেল!

কুষ্টিয়া প্রতিনিধি : হাজী নূরুল ইসলাম কলেজ। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের প্রত্যান্ত গ্রাম বুরাপাড়ায় অবস্থিত। এ কলেজ থেকে এবছর মাত্র একজন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো। বৃহস্পতিবার ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এ বছর মিরপুর উপজেলায় এইচএসসি সাধারণ শাখা থেকে ১৩টি কলেজের ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৭৮ জন পাস করেছেন। গড় পাসের হার ৫৮.৬৩ শতাংশ।

এ বিষয়ে হাজী নূরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম জানান, ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বর্তমানে তিনিসহ ১৭ জন শিক্ষক রয়েছেন। এখনো এমপিও হয়নি। বিনা বেতনে শিক্ষকরা পরিশ্রম করে চলেছে। গত বছর এইচএসসি পরীক্ষায় দুজন অংশ নিয়ে একজন পাস করেছিলেন। এ বছর একজন পরীক্ষার্থী অংশ নেন। তিনি ফেল করেছেন।

অধ্যক্ষ আরো জানান, কলেজে উচ্চ মাধ্যমিকে বর্তমানে ১৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে কলেজটিতে এ পর্যন্ত সরকারি কোনো সুযোগ-সুবিধা পায়নি।

(কেকে/এসপি/জুলাই ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test