E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাইমচরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

২০১৮ জুলাই ২২ ১৫:২৮:০৯
হাইমচরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : হাইমচরে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ কেড়ে নিল ৭০ বছরের বৃদ্ধ জয়নাল গাজীর। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা কমডেকা মাঠ সংলগ্ন হাইওয়ে সড়কে। এতে মোটরসাইকেল চালকসহ ৩ জন আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল শনিবার বিকেলে নামাজ শেষে স্থানীয় জয়নাল গাজি মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে অপর দিক থেকে দ্রুত গতিতে আসা বেপরোয়া মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে তার গায়ের উপর দিয়ে উঠে যায়। এতে পথচারি জয়নাল গাজি, মোটরসাইকেল চালক পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কোতয়ালের মেঝো ছেলে রাশেদ কোতয়াল (১৮), মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী জহির ছৈয়ালের ছেলে সোহাগ ছৈয়াল (১৮) গুরুতর আহত হন । স্থানীয় লোকজন তৎক্ষণিক আহতদের হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথচারী জয়নাল গাজী না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর সংবাদটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় নেমে আসে শোকের ছায়া। অপর দিকে মোটরসাইকেল চালক রাশেদ কোতয়াল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে। নিহত জয়নাল গাজীর লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হায়েছে।

স্থানীয় লোকজন জানান, এ সড়কে কোন আইল্যান্ড না থাকায় মোটরসাইকেল, অটোরিক্সা, সিএনজিসহ বিভিন্ন ধরনের যান্ত্রিক যানবাহনের গতি থাকে বেপরোয়া। যার ফলে প্রতিনিয়ত এ সড়কের বিভিন্ন স্থানে দূর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ পথচারীদের। এ ধরনের দূর্ঘটনা এড়াতে এ সড়কটিতে অতি দ্রুত রোড ডিভাইডারের ব্যবস্থা করার জন্য অুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

(ইউএইচ/এসপি/জুলাই ২২, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test