E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

২০১৮ জুলাই ২২ ১৮:৪১:০৩
পাংশায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির উদয়পুর উচ্চ বিদ্যালয়ে গত শনিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প পরিচালক রাম চন্দ্র দাসকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক-২০১৮ ক্রেস্ট উপহার প্রদানের মধ্য দিয়ে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উদয়পুর উচ্চ বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিল ফোরকান, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার সফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলম।

অনুষ্ঠানে অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাস বলেন, জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে শিক্ষা নিতে হবে। মানুষের মত মানুষ হতে হবে। জীবনের লক্ষ্যে পৌঁছুতে হবে। এ ক্ষেত্রে লেখাপড়ায় গভীর মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, শিক্ষকদের পাঠদান কার্যক্রমের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন আনতে হবে। কমলমতি শিশুদের মাঝে মানবিক গুণাবলীর অবকাঠামো গড়ে তুলতে হবে। শিশুদের মনে মানুষের মত মানুষ হওয়ার স্বপ্ন জাগাতে হবে। স্বপ্নের সাথে বিশ্বাস স্থাপন করতে হবে। অনুষ্ঠানে নিজের স্কুল জীবনের নানা স্মৃতিচারণ করেন তিনি।

শেষে নিজে হারমোনিয়াম বাজিয়ে সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিল ফোরকান কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আব্দুস সামাদ হাদী, হাবিবুর রহমান হবি, দরুদ আলী মেম্বার, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন, উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

এরআগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প পরিচালক রাম চন্দ্র দাস উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ পাংশা ও কালুখালী উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি ফলজ বৃক্ষচারা রোপন করেন তিনি।

(এমএইচ/এসপি/জুলাই ২২, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test