E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কেন্দুয়ায় যৌতুকের জন্য গৃহবধূ নির্যাতন, স্বামীসহ গ্রেফতার ২

২০১৮ জুলাই ২৩ ২৩:৩৭:১০
কেন্দুয়ায় যৌতুকের জন্য গৃহবধূ নির্যাতন, স্বামীসহ গ্রেফতার ২

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতনের অভিযোগের মামলায় পুলিশ ওই গৃহবধুর স্বামী সহ দুইজনকে গ্রেফতার করে সোমবার নেত্রকোনা আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে গৃহবধুর স্বামী আল-আমিন ও তার ভাই আবু হানিফ। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

গত ৩ বছর আগে কেন্দুয়া উপজেলার পৌরশহরের আদমপুর মহল্লাহর মো: আবু শিপনের কণ্যার সঙ্গে একই উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরচাপুর গ্রামের মজিদ খার ছেলে আল-আমিনের রেজিষ্ট্রি কাবিন মূলে বিয়ে হয়।

বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে একটি সন্তানও জন্ম নেয়। গৃহবধুর বাবা মো: আবু শিপন জানান যৌতুকের জন্য তার কণ্যাকে স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা নির্যাতন করে আসছিল। কিছুদিন আগে যৌতুকের চাহিদা মেটাতে না পারায় আল-আমিন ও বাড়ির অন্যান্য লোকজন তার কন্যা তানিয়াকে সন্তান সহ বাড়িথেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় মো: আবু শিপন বাদী হয়ে চলতি বছরের ২৬ জুন তানিয়ার স্বামী আল-আমিন সহ ৭ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই. আবুল বাশার জানান, গ্রেফতারকৃত আল-আমিন ও আবু হানিফ এই মামলার এজাহার ভূক্ত আসামী। তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

(এসবি/এসপি/জুলাই ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test