E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় কথিত আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা মামলা

২০১৮ জুলাই ২৫ ১৮:৩৭:৫৬
কেন্দুয়ায় কথিত আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা মামলা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : সিঙ্গাপুরে চাকরি দেয়ার কথা বলে দুই ব্যক্তির কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেন মামুন খান নামের এক আদম ব্যবসায়ী। কথিত এই আদম ব্যবসায়ী রাজবাড়ী জেলার মুলঘর ইউনিয়নের পারসাধিপুর গ্রামের মুন্নাফ খার ছেলে। টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে সালাউদ্দিন বাদী হয়ে কেন্দুয়া থানায় গত ১৯ জুলাই একটি মামলা দায়ের করেন। 

মামলার উদ্বিৃতি দিয়ে পুলিশ জানায় ১ বছর আগে আকুজা চুকাইতলা গ্রামের মকবুল হোসেনের ছেলে শহিদ মিয়া ও পুরুনবাড়ি গ্রামের মোবারক আলীর ছেলে নিজাম উদ্দিনকে সিংগাপুরে চাকুরি দেয়ার কথা বলে সাড়ে ৬ লাখ টাকা নিয়ে যায় মামুন খান।

মামুন খান প্রথম নগদে ১ লাখ এবং পরে পূবালী ব্যাংক লি. মংমনসিংহ ও কিশোরগঞ্জ শাখা থেকে বিভিন্ন তারিখে ৪টি চেকের মাধ্যমে সাড়ে ৫ লাখ টাকা উঠিয়ে সালাউদ্দিনের কাছ থেকে নিয়ে যায়। পরবর্তী সময়ে সিঙ্গাপুর নিয়ে যেতে মামুন খান শুরু করে নানা তালবাহানা।

এমনকি টাকা ফেরত দিতেও বিভিন্ন অজুহাত দেখাতে থাকে। ওই মামলাটির তদন্তকারী কর্মকর্তা শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হান্নান রনি বুধবার বলেন, মামলাটির তদন্ত কাজ অনেক দূর এগিয়ে গেছে, প্রাথমিক তদন্ত শেষে খুব তাড়াতাড়িই তদন্তের ফলাফল আদালতে দাখিল করা হবে।

(এসবি/এসপি/জুলাই ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test