E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় মসলা চাষে কৃষক প্রশিক্ষণ

২০১৮ জুলাই ২৭ ১৭:২২:৫৮
মাগুরায় মসলা চাষে কৃষক প্রশিক্ষণ

মাগুরা প্রতিনিধি : মসলা জাতীয় ফসল চাষের বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুক্রবার মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে সম্পন্ন হয়েছে। 

মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সংস্থার প্রশিক্ষণ সেন্টারে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) সনৎ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন পরিচালক শোয়েব হাসান, পার্থ প্রতিম সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানসহ অন্যরা।

বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের সহযোগিতায় প্রশিক্ষণে মাগুরা অঞ্চলের ৩০ জন কৃষক-কৃষানি অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃষকদের কাছ থেকে মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা শোনেন ও তা সমাধানের পরামর্শ দেন প্রশিক্ষকবৃন্দ। মাগুরা মসলা গবেষণা ইন্সটিটিউট থেকে হলুদ, মরিচ, পিয়াজ, রসুন, কালোজিরাসহ বিভিন্ন মসলার উন্নত জাতের উদ্ভাবন ও কৃষকদের মাঝে সম্প্রসারণ করা হয়।

কর্মশালায় জানানো হয়- বাংলাদেশে বছরে ৪হাজার কোটি টাকার মসলা বিদেশ থেকে আমদানী করতে হয়। মসলা চাষ সম্প্রসারণ করতে পারলে একদিকে যেমন কৃষক ভাল মূল্য পাবে। অন্যদিকে বৈদেশিক মূদ্রার সাশ্রয় করা সম্ভব হবে।

(ডিসি/এসপি/জুলাই ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test