E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজৈরে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই ডিবি পুলিশ আহত, আটক ২

২০১৮ জুলাই ২৮ ১৮:২৯:৪৬
রাজৈরে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই ডিবি পুলিশ আহত, আটক ২

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি এলাকায় মাদকের আসামী ধরতে গেলে ইয়াবাসহ আটকদের ছিনিয়ে নেয়ার জন্য এলাকার একদল মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডিবি পুলিশের উপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়। এ খবর পেয়ে ডিবি পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইয়াবা ব্যবসায়ী সফিকুল মাতুব্বর ও হামলাকারিদের একজন কাওছার মোল্লাকে আটক করে। পুলিশের অভিযানের সময় সুযোগ বুঝে অন্য হামলাকারী পালিয়ে যায়। 

মাদারীপুর ডিবি পুলিশের এসআই আবদুর রশিদ বলেন, ‘গোপন সুত্রে খবর পেয়ে এসআই মোবারক মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে শুক্রবার সন্ধ্যায় লুন্দি বাজারে যায়। এসময় ১০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সফিকুল মাতুব্বরসহ চারজনকে আটক করে। এতে একদল মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি হাতুরী-সাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আটকদের ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ হামলায় ডিবি পুলিশের কনেস্টবল মো. সবুজ ও হিটলার আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

মাদারীপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. ফায়কুজ্জামান বলেন, মাদক বিরোধী অভিযানে গিয়ে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের কর্তব্য কাজে বাঁধা ও হামলা এবং মাদক উদ্ধারের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।

(এএসএ/এসপি/জুলাই ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test