E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় : হানিফ

২০১৮ জুলাই ২৯ ১৫:০০:০৩
বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি : যে কোনো নির্বাচনে বিএনপির পরাজয়ের সম্ভাবনা থাকলেই তারা সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যাচার করে। মিথ্যাচার করে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ রবিবার (২৯ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দৌলতপুর কৃষি ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘আইন-শৃঙ্খলা বাহিনী বিএনপির নেতা-কর্মীদের সিটি কর্পোরেশন এলাকা থেকে আটক করছে এটা প্রমাণ করে যে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে না’ বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে হানিফ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী যখন কোনো সন্ত্রাসীকে আটক করছে তখন তো বিএনপি নেতা-কর্মীরা তাদের সাথে থাকেন না, যে তারা বলতে পারবেন কর্পোরেশন এলাকা নাকি কর্পোরেশনের বাইরে থেকে তাদের
আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, যাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ আছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে সেটা নির্বাচনকালীন হোক বা নির্বাচন পরবর্তী সময় হোক।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল
আরেফিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(কেকে/এসপি/জুলাই, ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test