E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

২০১৮ জুলাই ২৯ ১৮:০৮:৪৬
ঈশ্বরদীতে পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী শহরের ভেলুপাড়া এলাকায় পুকুরে ডুবে দুই কিশোরীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। রবিবার  বিকেল তিনটার দিকে ভেলুপাড়ার ডাঃ আব্দুর রহমানের পুকুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত কিশোরীরা হলো ভেলুপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া ((১২) ও একই গ্রামের মুজিবর রহমানের মেয়ে তুলি (১৩)।

তুলি আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সাদিয়া ভেলুপাড়া আলহাজ্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশুনা করতো। সম্প্রতি সে আলহাজ্ব টেক্সটাইল মিলে শ্রমিকের কাজে যোগ দিয়েছে।

ভেলুপাড়ার বাসিন্দা সোহাগ বিশ্বাস জানান, প্রায়দিনই সাদিয়া ও তুলি ডাঃ আব্দুর রহমানের পুকুরে গোসল করতো। তারা কেউই সাঁতার জানতো না। আজ বিকেল তিনটার দিকে ওই দুই কিশোরী গোসলের জন্য পুকুরে নামে। এসময় হঠাৎ সাদিয়া গভীর পানিতে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হলে তুলি তাকে উদ্ধার করতে গেলে দুজনেই পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার কিছুক্ষণ পর পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে কান্নাকাটি শুরু করলে তাদের উদ্ধারের জন্য এলাকার লোকজন পুকুরে নামে। প্রায় ১৫ মিনিটের বেশি সময় খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও সাবেক কাউন্সিলর আকরাম হোসেন জানান, এলাকার লোকজন তুলি ও সাদিয়াকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। এরপরও তুলির পরিবারের লোকজন তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ তাঁকে এখনো কিছু জানায়নি।

(এসকেকে/এসপি/জুলাই, ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test