E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন

২০১৪ জুলাই ১৪ ১৩:২৩:১৪
বরিশালে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি : পবিত্র ঈদ-পূজা সহ সকল ধর্মীয় উৎসবের আগে শ্রমিকদের বকেয়া বোনাস, পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, পরিবহণ ভাড়া কমানো ও বাড়ি ফেরা যাত্রীদের নিরাপত্তার দাবিতে বরিশালে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অশ্বিনী কুমার হলের সামনে সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট একে আজাদ বলেন, প্রতি বছর ঈদ, কোরবানীর সময় শ্রমিকদের পাওনা বোনাস দিতে গড়িমসি করেন। অপরদিকে প্রশাসন ঘরে ফেরা মানুষদের নিরাপত্তার কথা বললেও তারা পদে পদে বিড়াম্বনার শিকার হন। ভাড়া দ্বিগুণ থেকে তিনগুন বাড়িয়ে নেয়। সরকারের ভূমিকা থাকে লোক দেখানো। এই হয়রানি থেকে সাধারণ মানুষদের রেহাই দিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সকারের প্রতি আহবান জানান।

এখানে আরো বক্তব্য রাখেন ইমারত নিমার্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ জলিল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক সহ সভাপতি মানিক মৃধা, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির মুকুল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লাসহ অন্যান্যরা।

(বিএস/জেএ/জুলাই ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test