E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীর সুবর্ণচর থেকে ৭৬ জন হজ যাত্রীন মক্কা গমন

২০১৮ জুলাই ২৯ ২২:৪৮:০৭
নোয়াখালীর সুবর্ণচর থেকে ৭৬ জন হজ যাত্রীন মক্কা গমন

নোয়াখালী প্রতিনিধি : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে ৭৬ জন হজ্জ যাত্রী হজ পালন করতে সৌদিআরবের মক্কার উদ্দ্যেশ্য যাত্রা করেছেন, আল নাফি ট্রাভেল এজেন্সি নামক একটি বে-সরকারি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের মাধ্যমে সোমবিবার বিকেলে একটি ফ্লাইটে তাদের বাংলাদেশ ত্যাগ করার কথা জানান হজ্জ যাত্রীরা।

রবিবার সকাল ১০ টায় চরবাটা খাসের হাট জামে মসজিদ ও সুবর্ণচর উপজেলার হারিছ চৌধরী বাজার বায়তুশ শরফ মসজিদ থেকে মুসলিম উম্মাহর শান্তি কামনা ও হজ যাত্রীদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে হজ্জ যাত্রীদের বিদায় জানান এলাকার শত শত মানুষ।

আল নাফি ট্রাভেল এজেন্সি সত্বাধীকারী হাজী নাজিম উদ্দিন জানান, ১২ বছর ধরে নাফি ট্রাভেল এজেন্সি দেশের প্রত্যন্ত অঞ্ছল থেকে প্রতি বছর শতশত হজ্জ যাত্রীকে সম্পূর্ণ নিরাপত্তা ও সব ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে হজ্জপালনে কাজ করে যাচ্ছে।

বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ও বায়তুস শরফ জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ চৌধরী, সাধারণ সম্পাদক বেলাল চৌধুরী, বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী জেলা আওয়ামিলীগ নেতা ডাক্তার আব্দুর রব, হাজ্বী রফিক উল্যাহ, সমাজ সেবক হাজী সৈয়দুর রহমন চৌধরী, নুর নবী চৌধরী।

চরজুবলী ইউনিয়ন, চরবাটা ইউনিয়ন, চরক্লার্ক ইউনিয়ন, মোহাম্মাদপুর ইউনিয়ন সহ মোট ৭৬ জন হজ্জ যাত্রী হজ্জ পালনের উদ্দ্যেশ্য সুবর্ণচর ত্যাগ করেন।

(আইইউএস/এসপি/জুলাই, ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test