E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

২০১৪ জুলাই ১৪ ১৪:১৫:০১
কুষ্টিয়ায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালে দরপত্র দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৫০ শয্যা বিশিষ্ট দৌলতপুর সরকারি হাসপাতালে ডিএসএফ’র ওষুধ সরবরাহের দরপত্র দাখিলকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্যের ভাই টোকেন চৌধুরী ও তার ভাতিজা লোটন চৌধুরী গ্রুপের সঙ্গে দৌলতপুর আওয়ামী লীগের আহ্বায় কমিটির সদস্য সরদার আতিয়ার রহমান গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, বোমা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ।

পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আনিস ও বজলুসহ দুই গ্রুপের পাঁচজন আহত হয়। আহতরা হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

(কেএইচ/জেএ/জুলাই ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test