E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় সিএনজি ও অটোটেম্পু শ্রমিকদের মানববন্ধন

২০১৪ জুলাই ১৪ ১৪:৫৫:৪৭
কুষ্টিয়ায় সিএনজি ও অটোটেম্পু শ্রমিকদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : মহাসড়কে চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা সিএনজি ও অটো টেম্পু মালিক সমিতি। বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের মজমপুর গেটে মহাসড়কের উপর এই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

ভ্যাট ট্যাক্স দিয়ে কেনা বৈধ সিএনজি ও অটোটেম্পু সকল সড়কে চলাচলের দাবি জানিয়ে এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিএনজি ও অটোটেম্পু মালিক সমিতির সভাপতি শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক নুরজিলা। বক্তারা বলেন, তাদের সিএনজি ও অটোটেম্পুর রেজিষ্ট্রেশন, রোড ট্যাক্স, টোকেন, ইন্স্যুরেন্সসহ সকল বৈধ কাগজপত্রাদি থাকার পরেও বাস-মিনিবাস মালিক সমিতির লোকজন তাদেরকে মহাসড়কে চলতে বাধা দিচ্ছে।

ইতোমধ্যে সিএনজি-অটোটেম্পু মালিকদের ধরে বিভিন্ন সড়কে মারধর করা হয়েছে। স্মারকলিপি দিয়ে বিষয়টি জানানো হলেও জেলা প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছে না, দাবি করেন তারা। একইসাথে দ্রুত এই সমস্যার সমাধান করা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

(কেকে/জেএ/জুলাই ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test