E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপন

২০১৮ আগস্ট ০৮ ১৫:৫২:২০
কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বুধবার দুপুরে গাছের চারা রোপন করা হয়েছে। সমকাল সুহৃদ সমাবেশ ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এসব চারা রোপন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো: দেলোয়ার হোসাইন, ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সদস্য ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মহসীন। প্রধানমন্ত্রী ঘোষিত ৩০ লাখ শহীদ স্মরনে ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক “চাই মাদক মুক্ত সবুজ সুন্দর বাংলাদেশ” এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ঔষধি গাছের চারা বিতরন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চারা রোপন করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপন করা হবে।

(এসবি/এসপি/আগস্ট ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test