E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে মাছ ধরার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭

২০১৮ আগস্ট ০৮ ১৭:২২:১১
মদনে মাছ ধরার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে মরানদীতে  মাছ ধরার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত আজমানকে (৪০) ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহত সারোয়ার (৩৫),খেলন (৩৫),শাহিন (৩০) জাহাঙ্গীরকে (৩৪) মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার সকালে উপজেলার উত্তর দেওসহিলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের পাশে বয়ে যাওয়া মগড়া নদীর শাখা মরানদীতে মাছ ধরা নিয়ে ছালাকান্দা গ্রামের ফুল মিয়া চৌধুরীর দলের লোকজনের সাথে উত্তর দেওসহিলা গ্রামের রেনু মিয়ার লোকজনের দ্বন্দ দীর্ঘদিন ধরে চলে আসছে। মঙ্গলবার রাতে ফুল মিয়ার চৌধুরীর দলের জাহাঙ্গীরকে রেনুর দলের লোকজন বাড়ির পাশে মারপিট ও লাঞ্চিত করে। এরই জের ধরে বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তদন্তকারী কর্মকর্তা এস আই জাহেদ আলী জানান, বাড়ির পাশে মরানদীতে মাছ ধরার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেনু মিয়া ও ফুল মিয়ার দলের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে এ তথ্য পেয়েছি। বুধবার দুপুর পর্যন্ত কোন পক্ষই এ ব্যাপারে থানায় অভিযোগ করেনি।

(এএমএ/এসপি/আগস্ট ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test