E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে মানববন্ধন

২০১৮ আগস্ট ০৮ ১৮:১৬:৫৬
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১৫ হাজার বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে দুর্নীতির মাধ্যমে গ্রাহক হয়রানির করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবসি। 

বুধবার সকালে ‘সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচীর সাথে বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করেছে। পল্লী বিদ্যুতের এসব অনিয়ম বন্ধ না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েছেন নাগরিক সংগঠনের নেতারা।

শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কের দুই পাশে শত শত মানুষের উপস্থিতিতে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ইস্টইন্ডিয়া কোম্পানির ন্যায় গ্রাহকদের রক্ত চুষে নিচ্ছে। আমাদের টাকায় মিটার কিনেও প্রতি মাসে তাদেরকে ১০ টাকা করে মিটার ভাড়া গুণতে হচ্ছে। ভৌতিক বিল, নতুন সংযোগ, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জসহ নানা কারণ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে কোটি কোটি টাকা। তাছাড়া, সম্প্রতি একটি এজেন্ট ব্যাংকের মাধ্যমে বিল নেওয়ার শুরু করেছে। ওই এজেন্ট ব্যাংকের মাধ্যমে কৌশলে বিলের সাথে আরো ৫টাকা থেকে ১২টাকা পর্যন্ত অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। পল্লী বিদ্যুৎ সমিতির এসব দুর্নীতি ও হয়রানি বন্ধ করা না হলে বিল পরিশোধ বন্ধ এবং পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হয়।

মানববন্ধন শেষে সচেতন নাগরিক সমাজের আহ্ববায়ক মাষ্টার সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, সাংগঠনি সম্পাদক গোলাম মোস্তফা মধু, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ খালেক খাঁন, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি সদস্য জালাল উদ্দিন রুমী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাসান মীর, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব জিয়াউল হাসান তেনজিন, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সবুজ, সোহাগ ফকির, তাইজুল ইসলাম মিরাজ, এম.এইচ শাহিন প্রমুখ।

(এসএকে/এসপি/আগস্ট ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test