E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কেন্দুয়ায় আশ্রয়ন- ২ প্রকল্পের অধিনে গৃহনির্মাণ সামগ্রীর কাজের উদ্বোধন

২০১৮ আগস্ট ০৯ ১৮:৩৬:৪০
কেন্দুয়ায় আশ্রয়ন- ২ প্রকল্পের অধিনে গৃহনির্মাণ সামগ্রীর কাজের উদ্বোধন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ সামগ্রীর নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসাইন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহনির্মাণ শীর্ষক কর্মসূচির অধিনে কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ২ শ ৯৮টি ঘর নির্মাণ করে দেবে সরকার।

এ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউ.এন.ও মুকতাদিরুল আহমেদ জানান, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ন-২ প্রকল্পের কাজ সুষ্ঠু ভাবে বাস্তবায়নের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সদস্য সহকারী কমিশনার (ভূমি), সদস্য এল.জি.ই.ডি’র উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সদস্য রয়েছেন। গৃহহীন মানুষের যাতে মাথাগুজার ঠাই হয় সেজন্য সুন্দর ভাবেই এ প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন একটি মানুষও গৃহহীন থাকবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ন-২ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। আশা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে। ২৯৮টি পরিবার পাবে একটি করে ঘর ও একটি ল্যাট্রিন। এতে কোন অনিয়ম দুর্নীতি কিংবা তালিকা প্রনয়নে অনিয়ম থাকলে তা ওই কমিটিকে অবিহিত করার জন্য দাবী জানান তিনি।

(এসবি/এসপি/আগস্ট ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test