E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিনহাকে দিয়ে জুডিশিয়াল ক্যুর চেষ্টা হয়েছিল : আইনমন্ত্রী

২০১৮ আগস্ট ১০ ১৫:৩৭:২৩
সিনহাকে দিয়ে জুডিশিয়াল ক্যুর চেষ্টা হয়েছিল : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সরকার পতনের লক্ষ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দিয়ে জুডিশিয়াল ক্যুর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ওই চেষ্টা নস্যাৎ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ড. কামাল হোসেনসহ অনেকে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সরকার পতনের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে তারা একটি সভাও করেছে। স্কুলছাত্রদের ঘটনায় সরকার সকল দাবি মেনে নেওয়ার পরও তারা সরকার পতনের ষড়যন্ত্র করে।

মন্ত্রী বলেন, আমার মোবাইলে এসএমএস দিয়ে বলা হয়েছে, ‘ক্ষমতা তো গেল, বেরোবেন কোন দিক দিয়ে!’ আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ছোট মন নিয়ে রাজনীতি করি না। আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, আমাদের মন বিশাল। আমাদের ভয় দেখাতে আসবেন না।

মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওছার ভূঁইয়া প্রমুখ।

(ওএস/এসপি/আগস্ট ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test