E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ সরকারি করণে প্রধানমন্ত্রীর অনুমোদন

২০১৮ আগস্ট ১০ ১৬:১৯:২১
আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ সরকারি করণে প্রধানমন্ত্রীর অনুমোদন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলাবাসীসহ আশপাশের ক’য়েকটি উপজেলার দীর্ঘ দিনের প্রাণের দাবির বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি, ’৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতার সাথে শহীদ হওয়া কৃষক কুলের নয়ন মনি সাবেক কৃষি, সেচ, বন্যা ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর নামে প্রতিষ্ঠিত “শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ” সরকারী করণের চুড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। 

গত ৮ আগস্ট প্রধানমন্ত্রী কলেজটি সরকারী করনের চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। এর আগে গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে দেশের কলেজ সমূহ সরকারী করণের তালিকার সার সংক্ষেপ পাঠানো হয়। ওই তালিকা থেকে ২শ ৭১টি কলেজের মধ্যে বরিশাল জেলায় “শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ” ও হিজলা ডিগ্রী কলেজ সরকারী করনের চূড়ান্ত অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।

সরকারিকরণের আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখন দরকার শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন। যা প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় দ্রুত বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেছেন কলেজ প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান মন্ত্রী পদ মর্যাদায় অধিষ্ঠিত পার্বত্য শান্তি চুক্তি পরীবিক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল-১ আসনের এমপি, মুক্তিযোদ্ধা সংগঠক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।

এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ তাঁর বাবার নামে ১৯৭২সালে প্রতিষ্ঠিত কলেজটি শোকের মাস “আগষ্ট” এ সরকারি করণে প্রধানমন্ত্রী অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আবুল হাসানাত আবদুল্লাহ জানান, কলেজ সরকারী করনের জন্য একাধিক রাজনৈতিক দলের ক্ষমতার সময় অনেকবার কলেজের নাম পরিবর্তন করা হলেও তাদের কেউ শেষ পর্যন্ত কলেজ সরকারী করন করেন নি। সু-শিক্ষায় জাতিকে শিক্ষিত করতে শেষ পর্যন্ত আওয়মীলীগ সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য কলেজসমূহ সরকারী করনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

কলেজ সরকারি করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমলা রানী মন্ডলসহ কলেজ পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটনসহ স্থানীয় সর্বস্তরের সাধারন জনগণ।

(টিবি/এসপি/আগস্ট ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test