E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

২০১৮ আগস্ট ১০ ২২:৩০:৪৩
নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে একজন শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। নিহত সাজ্জাদুল ইসলাম সজল(২২) লক্ষ্মীপাশা গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নজরুল ইসলামের ছেলে। সজল গোপালগঞ্জ সরকারি পলিটেকনিক কলেজে পড়াশোনা করতো।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য বাড়ির পাশে প্রবাহিত নবগঙ্গা নদীতে গোসল করতে যায়।

এ সময় সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যায়। প্রায় ১ ঘন্টা পর এলাকাবাসী নদীতে নেমে তল্লাশী করে গুরুতর আহত অবস্থায় সজল কে উদ্ধার করে দ্রুত লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিকাল সাড়ে ৫টায় আল মারকাজুল মসজিদ চত্ত্বরে মরহুমের প্রথম নামাযে জানাজা অনুষ্টিত হয়েছে।

পরে তার লাশ গ্রামের বাড়ি ইতনার চরদৌলতপুর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল শনিবার ২য় দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

(আরএম/এসপি/আগস্ট ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test