E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন 

২০১৮ আগস্ট ১১ ১৬:১৯:২২
সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন 

টাঙ্গাইল প্রতিনিধি : শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল প্রেসক্লাব।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টাস ফোরামের সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

এসময় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল সাংবাদিকরা মুখোশধারীদের হাতে হামলার স্বীকার হয়েছে সেসকল হামলাকারীদের বিচার চাই। হামলাকারীরা আওয়ামী লীগ বা বিএনপি অথবা অন্য যেকোন পন্থী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে। যদি এর সঠিক বিচার না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

(এনইউ/এসপি/আগস্ট ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test