E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাট জেলা ব্র্যান্ড বুকের মোড়ক উন্মোচন

২০১৮ আগস্ট ১১ ১৮:০০:৪৪
বাগেরহাট জেলা ব্র্যান্ড বুকের মোড়ক উন্মোচন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা ব্র্যান্ড বুকের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজে মিলনাতায়নে প্রধান অতিথি হিসেবে ব্র্যান্ড বুকের মোড়ক উন্মোচন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, বাগেরহাট ৩ আসনের এমপি তালুকদার হাবিবুন নাহার, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র্র পান্ডে, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাহিন হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সাবেক সভাপতি বাবুল সরদার, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু। সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বাগেরহাটঅন্যতম সম্ভাবনাময় জেলা। জেলা ব্রান্ডিং প্রকাশনা বাগেরহাটকে বিশ্ববাসীর কাছে সহজে তুলে ধরবে। পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামোগত উন্নয়নে জেলা ব্রান্ডিং সহায়ক ভূমিকা পালন করবে। জেলা ব্রান্ডিংএর ফলে বাগেরহাট বিগত দিনের চেয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করেন তারা।

(এসএকে/এসপি/আগস্ট ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test