E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ট্রাফিক সপ্তাহে যানবাহন ও চালকদের বিরুদ্ধে ৩১ মামলা 

২০১৮ আগস্ট ১২ ১৫:৩০:১৭
আগৈলঝাড়ায় ট্রাফিক সপ্তাহে যানবাহন ও চালকদের বিরুদ্ধে ৩১ মামলা 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ট্রাফিক সপ্তাহে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে ৩১টি মামলা দায়ের করেছে থানা পুলিশ।

এসআই শাহানুর মিয়া জানান, গত ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় এসব মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, উল্লেখযোগ্য মামলাগুলো হয়েছে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির সঠিক কাগজপত্র না থাকা ও মেয়াদোত্তীর্ণ কাগজ, হেলমেট না থাকা, ইন্সুরেন্স না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহন, হাইড্রোলিক হর্ন ব্যবহারসহ বিভিন্ন অপরাধ।

ওসি আবুর রাজ্জাক মোল্লা জানান, ট্রাফিক সপ্তাহর পরেও তিন দিন সময় বাড়ানোয় আগামী ১৪তারিখ পর্যন্ত অভিযান চলবে। এই তিন দিনে আরও মামলা হবে বলে জানান তিনি। মামলা এড়াতে যানবাহনের মালিকেরা নতুন লাইসেন্স গ্রহণ, লাইসেন্স নবায়নসহ সার্বিক ত্রুটির কারনে সকল কাগজপত্র সঠিকভাবে রাখার জন্য মালিকদের তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

(টিবি/এসপি/আগস্ট ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test