E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ট্রফিক সপ্তাহে ৭৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা

২০১৮ আগস্ট ১২ ১৭:১৭:০১
বাগেরহাটে ট্রফিক সপ্তাহে ৭৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে  ট্রাফিক সপ্তাহে ৭৭০টি যানবাহনকে মামলা দিয়েছে পুলিশ। এর মধ্যে ৪ শত ৩১টি মোটরসাইকেল ৬৯টি বাস, ৫৬টি ট্রাক, ৫৫টি পিকআপ, ৩১টি প্রাইভেট কার, ২৬টি কাভার্ড ভ্যান ও ২৬টি মাহেন্দ্র রয়েছে। এসময় ৭ লাখ ১৭ হাজার ১ শত ৫৫ টাকা জরিমানা করা হয়। এছাড়া কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকার কারণে ৩০টি মটরসাইকেল আটক করা হয়।

রবিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

জেলা পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, বাগেরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আল ফারুক, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আরও জানান, ট্রাফিক সপ্তাহ চলাকালে পুলিশ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একাধিক নাশকতা মামলার আসামী শেখ মঞ্জুরুল হক রাহাতসহ অস্ত্র তৈরী ও বিক্রয়কারী মো. বাবর আলী ওরফে বাবু হাজরাসহ বিভিন্ন মামলায় ৭৮ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ২৩ জনকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে।

(এসএকে/এসপি/আগস্ট ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test