E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে নিজ উদ্যোগে সড়কে জেব্রা ক্রসিং ও রোড সাইন বসাচ্ছেন মেয়র সাদিক 

২০১৮ আগস্ট ১২ ১৮:২২:০৯
বরিশালে নিজ উদ্যোগে সড়কে জেব্রা ক্রসিং ও রোড সাইন বসাচ্ছেন মেয়র সাদিক 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নিরাপদ সড়কের দাবীতে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীরা নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আশ্বাসে আন্দোলন থেকে সরে যাওয়ায় তাদের উপহার হিসেবে সড়কে জেব্রা ক্রসিং ও রোড সাইন বসানো হচ্ছে। নবনির্বাচিত মেয়রের নিজ উদ্যোগ ও অর্থায়নে নগরীর বিভিন্ন সড়কের পাশে অবস্থিত স্কুলগুলোরে পাশে জেব্রাক্রসিং ও রোড সাইন বসানো হবে।

রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বরিশাল সরকারী জেলা স্কুলের সামনের সড়কে জেব্রাক্রসিং ও রোড সাইন স্থাপনের মধ্যদিয়ে এ কাজের উদ্বোধণ করেন নির্বাচিত সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ। এসময় তিনি বলেন, নিরাপদ সড়ক শিক্ষার্থীরা যেমন চায়, তেমনি আমিও চাই। নিরাপদ সড়কের দাবীতে বরিশালেও শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমি একমত পোষন করে নিরাপদ সড়কের জন্য যা কিছু করণীয় তা আমি করতে চেয়েছি। শিক্ষার্থীরা আমার কথা শুনে আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করে ক্লাশে ফিরেছে। তাই শিক্ষার্থীদের আপতত একরকম উপহার দেয়ার জন্যই জেব্রাক্রসিং ও রোড সাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বরিশালে কোন সড়কে জেব্রা ক্রসিং নেই, তাই রাস্তা পারাপারে কোন ধরা বাঁধা নিয়মও নেই। আবার মহাসড়কে যেমন রোড সাইনে লেখা থাকে সামনে স্কুল, হর্ণ বাজাবেন না, আকাঁবাঁকা বাক এসবও নেই বরিশালের সড়কে। তাই স্কুলগুলোর সামনে জেব্রা ক্রসিং এর পাশাপাশি রোড সাইন লাগিয়ে দেয়া হচ্ছে। মেয়র বলেন, নিরাপদ সড়কের জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। কারও একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। মেয়র জেব্রাক্রসিং ও রোডসাইন মেনে যানবাহন ও সাধারণ মানুষকে চলাচল করার আহবান করেন। এদিকে নবনির্বাচিত মেয়রের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছে ট্রাফিক বিভাগ।

(টিবি/এসপি/আগস্ট ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test