E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাছের ফেরিওয়ালা মজনু চারা বিক্রি করেই চলে যার জীবন

২০১৮ আগস্ট ১৩ ১৭:৫৩:৩১
গাছের ফেরিওয়ালা মজনু চারা বিক্রি করেই চলে যার জীবন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : গাছের ফেরিওয়ালা মজনু। প্রতিদিন তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত একটি ট্রলি দিয়ে ফেরি করে রাস্তায় রাস্তায় এবং বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদর ও আশেপাশে গ্রামের রাস্তায় মজনু মিয়াকে ফেরি করে গাছের চারা বিক্রি করতে দেখা যায়। 

মদন উপজেলার জাওলা গ্রামের মায়ের দোয়া নার্সারী থেকে চারা সংগ্রহ করে প্রতিদিন চারা বিক্রি করে মজনু। নার্সারীটির অবস্থান মদন উপজেলায় থাকলেও চারা বিক্রি হয় কেন্দুয়া উপজেলায় বেশি, একথা জানান মজনু মিয়া।

সোমবার দুপুরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় ফেরি করে তাকে গাছের চারা বিক্রি করতে দেখা যায়। প্রতিদিন কতগুলো চারা বিক্রি হয় জানতে চাইলে মজনু মিয়া বলেন, ফেরি করে ৩০ থেকে ৪০টি চারা বিক্রি করতে পারি। এর মধ্যে আমরুপালীর চারা বেশি বিক্রি হলে লাভও হয় বেশি। প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকার গাছের চারা বিক্রি করে নার্সারী মালিক আবুল হাসেমকে চারার টাকা বুঝিয়ে দেয়ার পর ৬ থেকে ৭ শ টাকা আয় করতে পারেন মজনু। এতে সুন্দরভাবেই তার সংসার চলে।

আরেক প্রশ্নের জবাবে, মজনু মিয়া বলেন, আমি ফেরি করে অন্য ব্যবসাও করতে পারতাম, কিন্তু গাছের চারা বিক্রি করতেই আমি খুব আনন্দ পাই। যারা আমার কাছ থেকে কয়েক বছর ধরে চারা কিনে নিচ্ছেন, তারা যখন এসে বলেন, তাদের গাছে ফুল হয়েছে, ফল হয়েছে তখন আমার মনটা আনন্দে ভরে ওঠে।

মজনু বলেন, যতদিন আমার শারীরিক সামর্থ থাকে ততদিনই আমি ফেরি করে গাছে চারা বিক্রি করব। তাছাড়া যারা চারা ক্রয় করেন তাদেরকে বলব, পরিবারের প্রত্যেকেই যেন একটি করে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বাড়ির পাশে রোপন করেন। এটি হবে পরিবারের সদস্যদের বড় সঞ্চয়।

(এসবি/এসপি/আগস্ট ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test