E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় জেলা ছাত্র শিবির ও মহিলা ছাত্রী শিবিরের সভাপতি আটক

২০১৮ আগস্ট ১৩ ১৮:০৯:০৮
সাতক্ষীরায় জেলা ছাত্র শিবির ও মহিলা ছাত্রী শিবিরের সভাপতি আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গোপন বৈঠককালে সাতক্ষীরা জেলা ছাত্র শিবির ও মহিলা ছাত্র শিবিরের সভাপতিসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদী বই, লিফলেট, কাফনের কাপড়, হ্যান্ডবিল, সরকার পতনের বই উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর রাতে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াতে অফিস সংলগ্ন মনজির আহমেদ নুরের বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও মহিলা ছাত্র শিবিরের সভাপতি সাদিয়া সুলতানা ও শিবির সভাপতির শ্যালক একরামুল ইসলাম।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তদন্ত শাহরিয়ার হাসান জানান, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদ ও মহিলা ছাত্রী শিবিরের সভাপতি সাদিয়া সুলতানা গত চার বছর আগে স্বামী স্ত্রী পরিচয়ে মুনসিপাড়াস্থ মনজির আহমেদের বাসা ভাড়া নিয়ে থাকে। ছাত্র শিবিরের গোপন বৈঠক হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় আটক করা হয় জাহিদুল, তার স্ত্রী সাদিয়া ও জাহিদুলের শ্যালক একরামুলকে। অভিযান পারচালনার সময় তাদের বাসা থেকে বিপুল পরিমান জেহাদী বই লিফলেট উদ্ধার করা হয়। তিনি আরও বলেন তারা উক্ত বাসাটি ভাড়া নিয়ে দীর্ঘদিন সরকার পতনের কাজ করছিল।

জানতে চাইলে পুলিশ হেফাজতে থাকা জাহিদুল ইসলাম জানান, তিনি কখনোই সাতক্ষীরা ছাত্র শিবিরের সভাপতি বা কোন পদে ছিলেন না। স্বামী, স্ত্রী ও শ্যালক মিলে শহরের কামাননগরের টিএনশি কোম্পানীতে চাকুরি করেন। রোববার রাত ১১ টার দিকে পুলিশ বাসা থেকে তাদেরকে ধরে আনে। তাদের কাছ থেকে কোন জেহাদী বই বা লিফলেট উদ্বারের কথা ঠিক নয়।

তবে ভোল পাল্টে আওয়ামী লীগের সমর্থক এক শিবির কর্মী বলে ২০১২ সালে যে জাহিদুল জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিল আটককৃত জাহিদুল সে জাহিদুল নয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক রিয়াজুল ইসলাম বাদি হয়ে সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন।

(আরকে/এসপি/আগস্ট ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test