E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

লোহাগড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৮ আগস্ট ১৪ ১৫:২৮:১৩
লোহাগড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি কে আটক ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। গত সোমবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার কে মঙ্গলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইতনা-মঙ্গলহাটা-লোহাগড়া সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে ২শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক, জন প্রতিনিধি ও সাধারণ মানুষ।  

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক তসলিম হোসেন, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান, ইউপি সদস্য আকবর হোসেন লিপন, তুষার কাজী, শিক্ষক আতাউর রহমান, ফিরোজা খানম, শিলা রায়, সানজিদা খানম, নাসরিন খানম, শিক্ষার্থী মিম খানম, অন্তরা খানম প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার কে মঙ্গলহাটা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী(১১) গত ৫ আগস্ট স্কুল টিফিনের সময়ে অবঃ সেনা সদস্য ও মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামানের দোকানে খাবার কিনতে যায়। তখন ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে দোকানের ভিতর স্টোর রুমে নিয়ে কামরুজ্জামান ধর্ষণ করে। কামরুজ্জামান মঙ্গলহাটা গ্রামের মৃত ফহম মোল্যার ছেলে। এ ঘটনায় ১০ আগষ্ট ধর্ষিতার পিতা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, কামরুজ্জামান বর্তমানে পলাতক রয়েছে তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(আরএম/এসপি/আগস্ট ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test