E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ২৪ ঘন্টায় ৩টি ইজিবাইক ছিনতাই

২০১৮ আগস্ট ১৪ ১৬:৪০:০৭
গৌরীপুরে ২৪ ঘন্টায় ৩টি ইজিবাইক ছিনতাই

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে গত ২৪ঘন্টার ব্যবধানে এক চালককে হাত-পা-চোখ বেঁধে ও একই কায়দায় অপর দুই চালকে জুস পান করিয়ে অজ্ঞান করে তিনটি অটোরিক্সা(ইজিবাইক) ছিনতাই হয়েছে। 

সোমবার (১৩ আগষ্ট) বিকালে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলগেইট এলাকা থেকে চারজন যাত্রী গৌরীপুর যাওয়ার কথাবলে পর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের কালাম মিয়ার ছেলে কিশোর ড্রাইভার সজিব(১৩) এর ব্যাটারি চালিত ইজিবাইকটি সাড়ে তিনশত টাকায় ভাড়া নেয়। সন্ধ্যার পর পর ইজিবাইকটি চালিয়ে সজিব গৌরীপুর বাজার পার হয়ে কিশোরগঞ্জ-শম্ভুগঞ্জ সড়কের কলতাপাড়া বাজার পার হতেই নির্জন এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারী দল কিশোর ড্রাইভার সজিবের হাত পা চোখ গামছা দিয়ে বেধে মুখ মন্ডল সহ শরীরের বিভিন্ন অংশে কিলগুসি লাথি মেরে রাস্তার পাশে ফেলে রেখে ব্যাটারি চালিত ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

প্রানে বেঁচে যাওয়া কিশোর ড্রাইভার সজিব রাস্তার লোকজনের সহায়তায় বাড়ী ফিরলেও তার ভিতর ভয় এবং আতঙ্ক বিরাজ করছে।

রবিবার (১২ আগস্ট) সকালে জনৈক যুবক রোগী নেয়ার কথা বলে তোফায়েলের অটোক্সিাটি নিয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এসময় হাসপাতাল চত্বরে তোফায়েলকে চেতনা নাশক ওষুধ মিশ্রিত জুস খাইয়ে অচেতন করে অটোরিক্সাটি নিয়ে যায় ছিনতাইকারী যুবক। তাকে গৌরীপুর হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা গ্রামের মোঃ আবু চান মিয়ার পুত্র।

একইদিন রাত ৮টার দিকে অজ্ঞান অবস্থায় অটোরিক্সা চালক রাকিবুল ইসলাম (১৮) কে আনা হয় গৌরীপুর হাসপাতালে। রাকিবুল ইসলাম জানান, গৌরীপুর থেকে ৪/৫জন যাত্রী তাঁর অটো ভাড়া করে বেখৈরহাটি যাওয়ার পথে ওই সড়কের বীরআহাম্মদপুর এলাকায় পৌঁছলে একটা বিস্কুট ও জুস খাওয়ায়, এরপরই সে অচেতন হয়ে পড়ে। আর কিছুই বলতে পারবে না। এরপর জ্ঞান ফিরে নিজেকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে। সে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মোঃ লিটন মিয়ার পুত্র। রাকিবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় কোন মামলা হয়নি। তবে প্রতারক চক্রটিকে ধরার চেষ্টা চলছে এবং চালকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

(এসআইএম/এসপি/আগস্ট ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test