E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি 

২০১৮ আগস্ট ১৪ ১৬:৪৮:৪০
গৌরীপুরে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সাংবাদিকদের উপর হামলা ও গণমাধ্যমের ওপর বিধিনিষেধের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা। 

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় হারুন পার্ক সংলগ্ন জনতা ব্যাংকের সামনে আয়োজিত কর্মসুচিতে বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরামের গৌরীপুর উপজেলার সভাপতি দৈনিক ইনকিলাবের বেগ ফারুক আহম্মদ, সাধারণ সম্পাদক জি-নিউজের মো: ফারুক আহম্মেদ, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্ঠা সম্পাদক আজম জহিরুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের কমল সরকার, দৈনিক ডেসটিনির প্রতিনিধি আনোয়ার হোসেন শাহীন, দৈনিক নয়া দিগন্তের মো: সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, দৈনিক আমাদের সময়ের মশিউর রহমান কাউসার, দৈনিক স্বজনের আলী হায়দার রবিন, দৈনিক খবরের শামীম খান, সাংবাদিক কাজী আব্দুল মোনায়েন, রাজ গৌরীপুরের মো: হুমায়ুন কবির, দৈনিক আজকের বাংলাদেশের মজিবুর রহমান, দৈনিক সবুজের আরিফ আহম্মেদ, মহসিন মাহমুদ, দৈনিক সকালের সময়ের আব্দুল কাদির, দৈনিক দিনকালের কাজী আব্দুল্লাহ আল আমিন, দৈনিক শ্বাশত বাংলার শাহজাহান কবির হিরা, জনতার কন্ঠস্বর জহিরুল হুদা, দৈনিক তৃতীয়মাত্রায়ার শাহজাহান কবির প্রমুখ।

সবাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারিদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(এম/এসপি/আগস্ট ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test