E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে হাজী নান্নার বিরিয়ানি খেয়ে পিটিআই’র অর্ধ শতাধিক শিক্ষক অসুস্থ

২০১৮ আগস্ট ১৫ ১৬:০৫:২২
সিরাজগঞ্জে হাজী নান্নার বিরিয়ানি খেয়ে পিটিআই’র অর্ধ শতাধিক শিক্ষক অসুস্থ

সিরাজগঞ্জ প্রতিনিধি : স্কাউটের ওরিয়েন্টেশন প্রোগ্রামে হাজী নান্নার বিরিয়ানি খেয়ে সিরাজগঞ্জে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) অর্ধ শতাধিক শিক্ষ অসুস্থ্য হয়ে পড়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পিটিআই সিরাজগঞ্জের সুপারিনটেনডেন্ট আব্দুল কুদ্দুছ জানান, সোমবার জেলা স্কাউটের আয়োজনে একটি ওরিয়েনটেশন প্রোগ্রাম চলছিল। দিনব্যাপী এই প্রোগ্রামে ১শ ৯০ জন শিক্ষকসহ মোট ২শ ২২জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুপুরের খাবার হিসেবে হাজী নান্নার বিরিয়ানি দেয়া হয়েছিল। ওইদিন বিকেলে থেকেই প্রায় অর্ধশতাধিক শিক্ষক অসুস্থ্য হয়ে পড়ে। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার দুপুরে আরও বেশ কিছু শিক্ষক অসুস্থ্য হয়ে পড়লে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারপ্রাপ্ত সুপার ও অসুস্থ্য প্রশিক্ষণার্থীরা জানান, ওরিয়েন্টেশনে বাজেটের টাকা বাঁচিয়ে হাজী নান্নার নিম্নমানের বিরিয়ানি দেয়া হয়েছিল। এ কারণেই শিক্ষকরা অসুস্থ্য হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ২শ ২২জন ওই খাবার খেয়েছিলেন। তাদের মধ্যে প্রায় ৬৫/৭০জন ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে পড়েছে। বিষয়টি জানার পর ওই হোটেলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।

এ বিষয়ে জেলা স্কাউটের সম্পাদক ছানোয়ার হোসেন জানান, আমরা প্রায় অনুষ্ঠানেই নান্না বিরানী থেকে খাবার সরবরাহ করি। এ ধরণের সমস্য এর আগে হয়নি।

(এমএসএম/এসপি/আগস্ট ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test