E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত

২০১৮ আগস্ট ১৫ ১৬:২১:১৮
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক
দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভির পরিবেশে পালিত হয়েছে।

বুধবার (১৫ আগষ্ট) সকালের দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের পাশে অস্থায়ীভাবে স্থাপিত জাতিরজনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শুরু হয় শোক দিবসের দিনের কর্মসূচি।

দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকালে জেলা অওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুস্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি , জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান , জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।

এ ছাড়া জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, মহিলা আওয়ামী লীগ, ভ্যাট, যুব উন্নয়ন, কাস্টমস, ব্যাংক এসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন।

পুস্পমাল্য অর্পন শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান অডিটরিয়ামে গিয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

(একে/এসপি/আগস্ট ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test