E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় শোক দিবস পালিত

২০১৮ আগস্ট ১৫ ১৬:২৩:২৯
কলাপাড়ায় শোক দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোকদিবস পালিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে পৌর শহরে শোক র‌্যালি বের হয়।

শোক র‌্যালিতে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো.তানভীর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহম্মেদ, মহিলা আওয়ামী লীগের
সভাপতি ও জেলা পরিষদের মহিলা সদস্য প্রীতি হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, জেলা পরিষদ সদস্য ফিরোজ শিকদার, আসলাম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শহীদুল আলম, যুবলীগের সভাপতি শফিকুল আলম বাবুল, সাধরণ সম্পাদক অ্যাডভোকেট সাঈদুর রহমানসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

এছাড়া কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী-বেসরকারী অফিস ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে। শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান, কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক র‌্যালি, আলোচনা সভা, কোরান খানি, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা, আসর নামাজ বাদ আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাত এবং তবরাক বিতরণ।

এছাড়া খেপুপাড়া সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে রেজিস্ট্রি অফিস মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সাব-রেজিস্ট্রার মো. কাওসার খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খেপুপাড়া দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মাসুদ খান বকু, সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার নিজাম উদ্দিন, সাংবাদিক জসীম পারভেজ। আলোচনাসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

(এমকেআর/এসপি/আগস্ট ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test