E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে চিরঞ্জীব মুজিব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০১৮ আগস্ট ১৮ ১৮:০৯:১৬
কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে চিরঞ্জীব মুজিব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে চিরঞ্জীব মুজিব ও আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ময়মনসিংহ নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট মো: আনিসুর রহমান খান। অনুষ্ঠানটির উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী এডভোকেট মো: সাইদুর রহমান মানিক। উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো: মাঈন উদ্দিন সরকার রয়েলের সঞ্জালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গীতিকার মো: নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক, সাংবাদিক মো: নজরুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান।

এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: জাকির আলম, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মো: মহিউদ্দিন সরকার। আলোচনা সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অপরদিকে “বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ” বিষয়ক রচনা প্রতিযোগিতায় কেন্দুয়া সরকাররি কলেজ, পারভিন সিরাজ মহিলা কলেজ, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, ও আতিকুর রহমান একাডেমির বিজয়ী শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ তুলে দেয়া হয়।

আলোচনা সভায় বঙ্গন্ধুর ভাষন দেন আফনান ভূঞা নাবিল ও স্বরচিত কবিতা আবৃত্তি করে, শতাব্দি শর্মা ধুলি। সব শেষে নামিরা হক দৃষ্টি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

(এসবি/এসপি/আগস্ট ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test