E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বঙ্গবন্ধুর ভাষন দিয়ে পুরষ্কৃত হয় আফনান ভূঞা নাবিল

২০১৮ আগস্ট ১৮ ১৮:১৮:৪৩
কেন্দুয়ায় বঙ্গবন্ধুর ভাষন দিয়ে পুরষ্কৃত হয় আফনান ভূঞা নাবিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চিরঞ্জীব মুজিব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বঙ্গবন্ধুর অবিকল ভাষ প্রচার করে সকলের দৃষ্টি কারে আফনান ভূঞা নাবিল। তার বাড়ি গন্ডা ইউনিয়নের গন্ডা গ্রামে।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ ভাষন প্রচার করে নাবিল । তার ভাষণ প্রচারে মুগ্ধ হয়ে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নাবিলের হাতে তুলে দেয়া হয় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সহ কবি ও লেখক এম.এ.এম ছিদ্দিকুর রহমান রচিত মোট ৫টি বই।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ময়মনসিংহ নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট মো: আনিসুর রহমান খান, মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান মানিক, গীতিকার মো: নূরুল ইসলাম, এম মুখলেছুর রহমান, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

(এসবি/এসপি/আগস্ট ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test