E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দেশ স্বাধীনের ৪৭ বছর পর কলাপাড়ায় আলোকিত হলো দুই গ্রাম

২০১৮ আগস্ট ১৮ ২২:২৮:৩৩
দেশ স্বাধীনের ৪৭ বছর পর কলাপাড়ায় আলোকিত হলো দুই গ্রাম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : দেশ স্বাধীনের ৪৭ বছর পর পটুয়াখালীর কলাপাড়ায় নতুন সংযোগ পেয়ে বিদ্যুতের আলোয় আলোকিত হলো দুই গ্রামের ৩২০ পরিবার।

উপজেলার উত্তর নাচনাপাড়া গ্রামে শুক্রবার রাত আট টায় এবং বিকেল পাঁচটায় গৈয়াতলা গ্রামে নতুন এ বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক প্রভাষক ইউসুফ আলী, এজিএম আহসান কবির, উপজেলা কৃষকলীগের সভাপতি আখতাউর রহমান হারুন প্রমুখ।

গৈয়াতলা গ্রামে চার দশমিক ৫৩ কিমি এবং উত্তর নাচনাপাড়া গ্রামে এক দশমিক ৩৫ কিমি নতুন লাইন স্থাপন করে ৬১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় পল্লী বিদ্যুত সমিতি নতুন বিদ্যুত সংযোগ প্রদান করল। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের কল্যানে, জীবন-মানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যার বাস্তব প্রতিফলন আপনারা আজকে

নতুন বিদ্যুতের সংযোগ পেলেন। শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বিকল্প নেই।

(এমকেআর/এসপি/আগস্ট ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test