E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ সড়কে অনিদির্ষ্টকালের পরিবহন ধর্মঘট

২০১৪ জুলাই ১৫ ১৪:২৬:১৬
চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ সড়কে অনিদির্ষ্টকালের পরিবহন ধর্মঘট

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়কে অনিদির্ষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক-শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে অঘোষিত এ ধর্মঘট শুরু হয়। নানা অভিযোগে ১০ জন পরিবহন শ্রমিক ও নেতাকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ায় এ ধর্মঘটের ডাক দেয় তারা।
ফলে সকাল থেকে কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
কক্সবাজার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রফিকুল হুদা চৌধুরী বাংলানিউজকে জানিয়েছেন, সম্প্রতি নানা অভিযোগে ১০ জন পরিবহন শ্রমিক ও নেতাকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দিয়েছেন।
এদিকে, বিনা ঘোষণায় ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। তারা বাসস্ট্যান্ডে গিয়ে কাউন্টার বন্ধ ও বাস না চলাচল না করায় চরম দুর্ভোগে পড়েছেন।

(ওএস/এএস/জুলাই ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test