E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে সন্ত্রাসীদের হাতে ২ যুবক খুন

২০১৪ জুলাই ১৫ ১৫:১৩:৪১
বাগেরহাটে সন্ত্রাসীদের হাতে ২ যুবক খুন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে এক রাতে দুই যুবককে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা । চিতলমারী উপজেলার পরানপুর বাজার সংলগ্ন মধুমতি নদীর চওে একটি পাট ক্ষেত থেকে মঙ্গলবার দুপুরে মাসুম শেখ (২৫) নামে ১ যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার সংলগ্ন মহাড়কের পাশ থেকে মঙ্গলবার সকালে পুলিশ বাপ্পী শিকদার (২২) নামে ভাড়ায় চালিত মটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে । মঙ্গলবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ দুই যুবককে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পুলিশ এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি।
চিতলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার সরকার জানায়, উপজেলার পরানপুর গ্রামের মৃত মকবুল হোসেন শেখের ছেলে মাসুম শেখ সোমবার রাতে স্থানীয় পরানপুর বাজার থেকে বাড়ী ফেরার পথে সে নিখোজ হয়। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন পাটক্ষেতের তার জবাই করা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের দাবি একই এলাকায় তার শশুর বাড়ির লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পুলিশ বিষয়টি ক্ষতি দেখছেন বলে দাবি করেছে চিতলমারি থানার ওসি।
অন্যদিকে মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের সিএন্ডবি বাজার এলাকার কররী শশ্মান ঘাট এলাকায় মহাড়কের পাশে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরিরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত বাপ্পি শিকদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের ব্রাহ্মণকাঠী গ্রামের সত্তার শিকদারের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন বলে নিহতের পরিবার জানায়।

নিহত বাপ্পীর চাচা সফিক সিকদার জানায়, সোমবার রাত ১২টার দিকে মোবাইল ফোনে বাপ্পী তার পিতার সাথে কথা বলে। সে সময়ে সে জানায় বাগেরহাট বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে অবস্থান করছে। এরপর থেকে তার যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং রাতে আর বাড়ি ফেরেনি বাপ্পী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার চাচা দাবি করেন।
বাগেরহাট মডেল থানার এসআই মো: সেলিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্যরা ভাড়ায় যাত্রী সেজে বাপ্পীকে হত্যার পর লাশ ফেলে রেখে গাড়ীটি নিয়ে পালিয়ে গেছে।
(একে/এএস/জুলাই ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test