E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জন্মাষ্টমী পালিত

২০১৮ সেপ্টেম্বর ০২ ২২:২৯:৩০
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জন্মাষ্টমী পালিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আাইনজীবী সমিতির উদ্যোগে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী পালিত হয়েছে।

রবিবার রাত ৮টায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি অ্যাড. গোলাম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা সহকারি জজ আনারুল ইসলাম, কলারোয়া সহকারি জজ মেহেদী হাসান মোবারক মুনিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ঠ আইনজীবী অ্যাড. সোমনাথ ব্যানার্জী, জজ কোর্টের পিপি অ্যাড. ওসমান গনি, অ্যাড. প্রসাদ সরকার, অ্যাড. জামিনী কান্ত সরকার, অ্যাড. গোবিন্দ বল্লভ, অ্যাড. অরুন কুমার ব্যানার্জী, অ্যাড. নর নারায়ন ঘোষ, অ্যাড. মোঃ আনিছুল ইসলাম ও অ্যাড. দুর্গাপদ সরকার।

বক্তারা বলেন, মর্তে যখন নৈরাজ্য সৃষ্টি হয় তখন ভগবান যুগে যুগে দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য ধরাধামে অবতীর্ণ হন। দ্বাপর যুগে কংস বধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রী শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তিনি শুধুমাত্র সনাতন ধর্মালম্বীদের অবতার নন। তিনি সকল জীবের মঙ্গল কামনায় কাজ করে গেছেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
সাতক্ষীরা প্রতিনিধি।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test