E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র দাফন সম্পন্ন

২০১৮ সেপ্টেম্বর ০৩ ১৫:৩১:৩৩
কাপাসিয়ায় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র দাফন সম্পন্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের আত্মীয় ও ঘনিষ্ট সহচর গাজীপুরের কাপাসিয়ার উপজেলার  রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (৭৫) গতকাল রোববার সকালে ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাহির রাজিউন)।

বাদ আছর মরহুমের জানাযা নামাজ শেষে বেলাশী গ্রামের পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মরহুমের কফিনে জাতীয় পতাকা এবং পুস্পস্তবক অর্পণ করেন। এসময় রাষ্ট্রিয় মর্যাদায় গাজীপুর পুলিশের একটি চৌকস দল বিউগল বাজিয়ে গার্ড অব অনার প্রদান করেন।

মৃত্যুকালে মা, স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল হাই গত ৬ বার রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল হাইয়ের নামাজে জানাযায় বৈরী আবহাওয়ার মাঝে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা এবং আশপাশের উপজেলা থেকে প্রায় দশ হাজার মুসল্লী অংশ গ্রহন করেছেন। এর আগে মরহুমের লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে পৌঁছলে আগে থেকে অপেক্ষেয়মান পরিবারের সদস্য, দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খিরা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। বিভিন্ন এলাকার মানুষের আগমনে বাড়ির আশপাশের কোথাও তিল ধারনের স্থান ছিলনা।

মরহুমের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি সিমিন হোসেন রিমি গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। জানাযা নামাজে শরীক হয়ে মরহুমের জন্য দোয়া ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্যের স্বামী মোস্তাক আহমেদ, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, এডিশনাল এসপি পঙ্কজ দাস, শ্রীপুরের পৌর মেয়র আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মরহুম নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশীদ মোল্লা, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. আমানত হোসেন খান, মরহুম আব্দুল হাইয়ের পুত্র ইমরান হোসেন প্রমূখ। এছাড়া কাপাসিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ, স্থানীয় রায়েদ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test