E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিরতিহীন পাবলিক পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লায়  মানববন্ধন

২০১৪ জুলাই ১৫ ১৬:৪৯:৫৩
বিরতিহীন পাবলিক পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লায়  মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি : প্রশ্নপত্র ফাঁস রোধে বিরতিহীন পাবলিক পরীক্ষা যথার্থ সিদ্ধান্ত হতে পারে না এ শ্লোগানকে ধারণ করে গতকাল মঙ্গলবার কুমিল্লা কান্দিরপাড়ের পূবালী চত্ত্বরে সর্বস্তরের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মানববন্ধন কর্মসূচী চলাকালে শিক্ষার্থীরা বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার এই ব্যর্থতাকে রাখ ঢাক দিতে বিরতিহীন পাবলিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এতে একদিকে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হবে অন্যদিকে তাদের উপর লেখাপড়ার মাত্রাতিরিক্ত চাপ পড়বে। সরকারের পক্ষে শিক্ষামন্ত্রীর নেয়া এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচী শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল চলাকালে সর্বস্তরের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় এবং স্লোগান সংবলিত বিভিন্ন প্লে-কার্ড বহন করে।

(এইচকে/জেএ/জুলাই ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test