E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় যানবাহনের লাইসেন্স করার প্রবনতা বৃদ্ধি, ৮ মাসে রাজস্ব আদায় ৮ কোটি

২০১৮ সেপ্টেম্বর ০৪ ১৮:৩২:২৫
নওগাঁয় যানবাহনের লাইসেন্স করার প্রবনতা বৃদ্ধি, ৮ মাসে রাজস্ব আদায় ৮ কোটি

নওগাঁ প্রতিনিধি : সম্প্রতি নওগাঁ জেলায় বিভিন্ন যানবাহনের লাইসেন্স, রেজিষ্ট্রেশন, রোড পারমিট নবায়ন, ট্রেড সার্টিফিকেট নবায়ন, লারনার লাইসেন্স ইস্যু ইত্যাদি কার্যক্রম ব্যাপকভাবে সম্পাদিত হচ্ছে। যানবাহন চালক ও মালিকদের যানবাহনের বৈধ কাগজপত্র এবং বৈধ লাইসেন্স বরার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিনি সকাল থেকে সন্ধ্যা এমনকি গভীর রাত পর্যন্ত যানবাহনের চালক ও মালিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এসব কাগজপত্র সংগ্রহ করতে দেখা যাচ্ছে।

বিআরটিএ কর্মকর্তা মেহেদী হাসান জানান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চলতি বছর এ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে এই খাত থেকে মোট ৭ কোটি ৮০ লাখ ৯৫ হাজার ১শ’ ৩৮ টাকা রাজস্ব আদায় করেছে। গত ১ জানুয়ারি/১৮ থেকে ৩১ আগষ্ট পর্যন্ত এই ৮ মাসে উল্লেখিত পরিমান অর্থ আয় হয়েছে সরকারের।

সূত্রমতে, বিভিন্ন খাতে সম্পাদিত কার্যক্রম এবং প্রাপ্ত আয়ের পরিমান হচ্ছে ৪ হাজার ৪শ’ ৭৭টি যানবাহনের রেজিষ্ট্রেশন বাবদ আয় ৩ কোটি ১৪ লাখ ২৯ হাজার ২শ’ ৩৬ টাকা, ৪৪টি ডুপলিকেট রেজিষ্ট্রেশন বাবদ আয় ১৫ হাজার ১শ’ ৮০ টাকা, একটি যানবাহনের এনডরসমেন্ট করে দিয়ে ৮৬৩ টাকা, ৬০টি যানবাহনের মালিকানা পরিবর্তন বাবদ ১ লাখ ৯২ হাজার ৭৮৬ টাকা, ৩টি যানবাহনের মেডিফিকেশন বাবদ ২ হাজার ২শ’ ৪৪ টাকা, ১টি যানবাহনের এনডরসমেন্ট অব হায়ার পার্সেস বাবদ ১ হাজার ৭শ’ ২৫ টাকা, ১৫টি যানবাহনের ফিটনেস ইস্যু বাবদ ১৬ হাজার ৩শ’ ৫ টাকা, ৪৭৩টি যানবাহনের ফিটনেস নবায়ন বাবদ ১০ লাখ ৭৪৫ হাজার ৪শ’ ৪৭ টাকা, ৪৮টি যানবাহনের ফিটনেসের নকল সনদপত্র বাবদ ৯ হাজার ৬৭ টাকা, বিভিন্ন যানবাহনের রুট পারমিট প্রদান করে ১ লাখ ১০ হাজার ১শ’ ৩০ টাকা, ১টি যানবাহনের ডুপলিকেট রুট পারমিট ইস্যু করে ৩৩৪ টাকা, ৪ হাজার ৪শ’ ৭৮টি ট্যাক্স টোকেন ইস্যু করে ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৫শ’ ৯৭ টাকা, ৫ হাজার ৭শ’ ৩৩টি লারনার লাইসেন্স ইস্যু করে ২০ লাখ ৭৬ হাজার ৩শ’ ২২ টাকা এবং ৪৫ হাজার ৯শ’ ২০টি বিবিধ কার্যক্রমের দ্বারা ২ কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৬শ’ ৯১ টাকা। এ ছাড়াও এই সময়ে ৪ হাজার ২শ’ ২১ জন চালকদের লাইসেন্স প্রদানের মাধ্যমে মোট আয় হয়েছে ৩৮ লাখ ৯৭ হাজার ৮শ’ ৪৫ টাকা। এর মধ্যে১ হাজার ৬শ’ ৭৯ জন পেশাদার চালকদের লাইসেন্স প্রদান করে আয় হয়েছে ২২ লাখ ৫৮ হাজার ২শ’ ৫৫ টাকা এবং ২ হাজার ৫শ’ ৪২ জন অপেশাদার চালকদের লাইসেন্স প্রদান করে আয় হয়েছে ১৬ লাখ ৩৯ হাজার ৫শ’ ৯০ টাকা।

নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, বর্তমানে সরকারের বিভিন্ন গণসচেতনতামুলক এবং প্রচারধর্মী কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে একটি চেতনার সৃষ্টি হয়েছে। ফাঁকি দেয়ার প্রবনতা দুরীভুত হচ্ছে। এই কারনে বিশেষ করে যানবাহনের মালিক ও শ্রমিকদের মধ্যে বৈধতা ফিরে এসেছে। কাজেই যানবাহনের বৈধ কাগজপত্র তৈরী করতে অধিক আগ্রহী হয়ে উঠেছেন তারা।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test