E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনী প্রচারণা জমজমাট

২০১৮ সেপ্টেম্বর ০৫ ১৫:০৫:০৭
চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনী প্রচারণা জমজমাট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের শেস মুহুর্তের নির্বাচণী প্রচারনা চলছে জমজমাটভাবে। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন সকল প্রার্থীরা।

আগামী ৭ সেপ্টেম্বর শুক্রবার সমিতির কার্যনির্বাহী কমিটির ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা শেষ মূহুর্তের প্রচারণায় নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন। বসে নেই প্রার্থীর আত্মীয়-স্বজন ও কর্মীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চাটমোহর পৌর শহর। বিশেষ করে ভোট কেন্দ্র চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকা প্রার্থীদের পোস্টারে ঢাকা পড়েছে। তিল ধারণের যেন ঠাঁই নেই। এবারের নির্বাচনে ৩টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হলেন, সদ্য বিদায়ী সভাপতি সংবাদকর্মী কে এম বেলাল হোসেন স্বপন (চেয়ার), সাবেক সভাপতি এ কে এম. সাইদুল হক কিসলু (ছাতা) ও আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক (আনারস)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আব্দুল মুতালিব (বাই সাইকেল), বিশ্বজিৎ জোয়ার্দার মিঠুন (মাছ) ও মোঃ জহুরুল হক (মোরগ)। সহ-সভাপতি পদে শেখ জিয়ারুল হক সিন্টু (কাপ-পিরিচ) ও রেজাউল হক রেজা (হরিণ), সহ-সম্পাদক পদে মোঃ বকুল হোসেন (কাঁঠাল), মোঃ সাহাবুল আলম শাপলা (মোমবাতি) ও মোঃ সাইফুল ইসলাম (মই), কোষাধ্যক্ষ পদে শেখ সালাহ উদ্দিন ফিরোজ (গোলাপ ফুল), তরুন পাল (ফুটবল) ও মোঃ ইউনুস আলী (কবুতর), প্রচার সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম (কলস) ও মোঃ হাবিব খান (মোবাইল ফোন), বানিজ্যিক সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম (হাত পাখা) ও মোঃ নিজাম উদ্দিন (আম) এবং কার্যনির্বাহী পদে মোঃ সাইফুল ইসলাম (জগ), মোঃ আনোয়ার হোসেন (চশমা) ও তাইজুল খা (ফ্যান)।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে নুর মোহাম্মদ রান্টু, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ এনামুল হক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল ইসলাম। সকল প্রার্থীই শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রচারণা চলছে দিন-রাত। প্রার্থী ও তাদের স্ত্রী এবং স্বজনরাও ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সমিতিকে গতিশীল করছে প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। ব্যবসায়ী মহল ও ভোটরাদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষন। উঠে আসছে বিগত দিনের কর্মকান্ডও।

সমিতির ১ হাজার ২৮ জন ভোটার তাদের নেতৃত্ব নির্বাচন করবেন প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে। প্রধান নির্বাচন কমিশনার সন্দ্বীপ কুমার কর্মকার জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

(এসআইএম/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test