E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী সাঁতারু ক্ষিতীন্দ্রকে মদনে গণসংবর্ধনা

২০১৮ সেপ্টেম্বর ০৮ ১৫:৫৬:৩০
বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী সাঁতারু ক্ষিতীন্দ্রকে মদনে গণসংবর্ধনা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি :  ১৮৫ কিলোমিটার  নদীপথ অতিক্রম করে ৬৭ বছর  বয়সে দূরপাল্লার প্রবীনতম সাঁতারু হিসেবে বিশ্ব রেকর্ড সৃষ্টি করায় বীর মুক্তিযোদ্ধা  ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যকে  মদন নাগরিক কমিটির পক্ষ থেকে গণসংবর্ধনা ও বিজয় উৎসবের আয়োজন করা হয়। 

শনিবার জাহাঙ্গীরপুর সরকারি টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ সংবর্ধনা ও বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।

নাগরিক কমিটির আ্হবায়ক ও পৌর সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান, সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহার, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম হিরু, প্রেস ক্লাব সভাপতি মোঃ আল আমিন তালুকদার, সাঁতারুর ছেলে দেবব্রত বৈশ্য, শিক্ষার্থী আদিল হোসেন,পান্না রায় প্রমুখ।

আলোচনা শেষে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যকে মদন নাগরিক কমিটিসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে।

(এএমএ/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test