E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে’

২০১৮ সেপ্টেম্বর ০৮ ১৮:১৮:১৮
‘বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে’

চট্টগ্রাম প্রতিনিধি : খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরো শক্তিশালী করতে সারা দেশের ন্যায় নবসৃষ্ট কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অর্নুধ্ব-১৭) ২০১৮ এর শুভ উদ্বোধনের সূচনা হয়েছে।

শনিবার (৮ সেপ্টম্বর) বিকাল ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউপির ইছানগরের মেরিন ফিশারীজ একাডেমি (বিএফডিসি) মাঠে আয়োজিত টুর্ণামেন্ট এ প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

এ সময় ভূমি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অসামান্য ও গৌরবময় অবদান রেখেছে। তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের মতো মাধ্যমিক স্কুলের অর্নুধ্ব-১৭ বছরের বয়সি কিশোরদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করেছে। যা প্রশংসার দাবীদার।

ভূমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আরো বলেন, “আমরা আজ মেরিন একাডেমীর যে মাটিতে দাড়িয়ে আছি, তা একটি স্বাধীন দেশের মাটি। স্বাধীনতার ৪৭ বছরে দাড়িয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে”।

‘সারা বিশ্ব আজ হতবাক বাংলাদেশ কি করে এত অল্প সময়ে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী এমরান খাঁন ও স্বয়ং অভিভূত। আল্লাহর রহমতে বাংলাদেশকে কেহ আটকিয়ে রাখতে পারবেনা। এগিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।’

প্রতিমন্ত্রী আরো বলেন, আজকের ফুটবল টূর্নামেন্টে যে ইউনিয়ন গুলোর পাঁচটি দল অংশগ্রহণ করেছে, তাদের স্ব স্ব ইউপি চেয়ারম্যানগণ যেনো খেলায় সব সময় উপস্থিত থাকে। যেন কোন বিশৃঙ্খলা না হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্ণফুলীতে মিনি স্টেডিয়াম হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমি অবশ্যই চেষ্টা করবো কর্ণফুলীতে একটি মিনি স্টেডিয়াম তৈরি করতে।

উপজেলার নির্বাহী অফিসার বিজেন ব্যার্নাজী ও টূর্ণামেন্ট কমিটির পৃষ্টপোষক আলহাজ্ব ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করেন।

এতে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কর্ণফুলী থানা যুব লীগের সাঃ সম্পাদকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আ’লীগের সভাপতি সৈয়দ জামাল আহমেদ, কর্ণফুলী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি, বিএফডিসির ক্যাপ্টেন মাসুদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, উপজেলা যুব লীগের সভাপতি সোলায়মান তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম হক, এছাড়াও উপজেলার পাঁচ ইউনিয়নের স্ব স্ব চেয়ারম্যানগণ সহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সূধীজন উপস্থিত ছিলেন।

খেলা শুরু হওয়ার পুর্বে জাতীয় সংগীত পরিবেশন করেন বিএফডিসি স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ ও শতাধিক শির্ক্ষাথীরা।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন বড়উঠান ইউনিয়ন ফুটবল একাদশ বনাম চরপাথরঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত খবরে জানা যায়, প্রথমার্ধে ০-১ গোলে বড়উঠান ইউনিয়ন ফুটবল একাদশ এক গোলে এগিয়ে রয়েছে।

তথ্যমতে, নবসৃষ্ট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটিতে সার্বিক সহযোগিতায় ছিলেন কর্ণফুলী ক্রীড়া সংস্থা।

(জেজে/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test