E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তরুণদের মাদকের নেশা থেকে ফেরাতে খেলার বিকল্প নাই : ভূমিমন্ত্রী

২০১৮ সেপ্টেম্বর ০৯ ১৭:০১:৪৭
তরুণদের মাদকের নেশা থেকে ফেরাতে খেলার বিকল্প নাই : ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন তরুণদের মাদকের নেশা থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প নাই। তিনি বলেন, আমাদের দেশের একসময়কার ঐতিহ্যবাহী কাবাডি, দারিয়াবান্দা, গাদন, গোল্লাছুট খেলাগুলো হারাতে বসেছে।

আজ ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ ২০১৮ (অনুর্ধ্ব ১৭) এর ইউনিয়ন ভিত্তিক ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এ কথা বলেন।

ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি দেশের ঐতিহ্যবাহী খেলাধুলাকে উৎসাহ যুগাতেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বয়ং স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন।

মন্ত্রী বলেন, বর্তমান ছেলেমেয়েরা ডিজিটাল গেইমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারিরীক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। সরকার ছেলেমেয়েদের খেলাধুলার জন্য খেলার মাঠের ব্যবস্থা করছে।

ঈশ্বরী উপজেলা পরিষদের আয়োজনে ঈশ্বরদী পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদের খেলোয়াড়দের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলবে। উদ্বোধনী খেলায় পাকশি ইউনিয়ন ও মুলাডুলি ইউনিয়নের খেলোয়াড়রা অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিপুল দর্শক উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test