E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে আইনশৃংখলা নিয়ন্ত্রণে সিআইইউ’র উদ্বোধন

২০১৪ জুলাই ১৫ ১৯:৫৩:৫৫
বরিশালে আইনশৃংখলা নিয়ন্ত্রণে সিআইইউ’র উদ্বোধন

বরিশাল প্রতিনিধি : বরিশালে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) নামে নতুন একটি শাখা চালু করেছে মেট্রোপলিট পুলিশ প্রশাসন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক মো. মোখলেসুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।

অতিরিক্ত মহা-পরিদর্শক মো. মোখলেসুর রহমান বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্র নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ‘ক্রিমিনাল ইন্টেলিজেন্স ইউনিট’ (সিআইইউ) নামে এমন একটি গোয়েন্দা শাখাটি চালু করা হয়েছিলো। এই শাখার আগাম তথ্যের ভিত্তিতে গত এক বছরে রাজধানীতে জঙ্গি, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়িসহ ৩৮৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। তিনি মনে করেন সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতার ব্যাপারে আগাম তথ্য সংগ্রহ করতে বরিশালে স্থাপিত এ শাখাটিও অগ্রভাগে থাকবে।
বরিশাল পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, সিআইইউর আগাম তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী গ্রেপ্তার এবং মাদক ব্যবসায়িদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভালো ফল পাওয়া যাবে। সিআইইউর আগাম তথ্যের কারণে পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণেও উপকার পাওয়া যাবে।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সোহেব আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবু রায়হান মো. সালেহ্ এবং কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) মাহামুদ হাসানসহ অন্যরা।
পরে বেলা তিনটায় তিনি পুলিশ লাইনস বরিশাল পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কমিউনিটিং পুলিশ ও ভিকটিম সাপোর্ট বিষয়ক এক মত বিনিময় অংশ নেন অতিরিক্ত মহা-পরিদর্শক মো. মোখলেসুর রহমান।

(বিএস/জেএ/জুলাই ১৫, ২০১৪)





পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test