E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

২০১৮ সেপ্টেম্বর ০৯ ১৭:৪৬:৩০
রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো: মিরাজুল ইসলামকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৬ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

রবিবর দুপুরে কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তাকে একটি নোটিশ প্রদান করেন। এছাডাও আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সাময়িক ভাবে বরখাস্ত অধ্যক্ষকে নোটিশের জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে ব্যবস্থাপনা কমিটি।

নোটিশ সূত্রে জানা গেছে, রাণীনগর মহিলা কলেজের ২৭জন শিক্ষক-শিক্ষিকা কর্তৃক লিখিত ভাবে নানা অনিয়ম-দূর্নীতি, অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও অসদাচরনসহ ১১টি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ করেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর। অভিযোগের প্রেক্ষিতে গত ৬সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ মো: মিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

রবিবার দুপুরে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অধ্যক্ষকে একটি নোটিশ প্রদান করে সকলের অবগতির জন্য কলেজের নোটিশ বোর্ডে একটি নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তিনি বরখাস্ত থাকাকালীন কলেজের উপাধ্যক্ষ শ্রী চন্দন কুমার মহন্ত কলেজের অতিরিক্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

সাময়িক ভাবে বরখাস্ত হওয়া রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো: মিরাজুল ইসলাম বলেন, আমি নোটিশ পেয়েছি।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল জলিল বলেন, আমিও বিষয়টি শুনেছি কিন্তু এখনো আমাকে অফিসিয়াল ভাবে কোন নোটিশের কপি কিংবা কোন লিখিত পত্রাদি দেওয়া হয় নাই।

(এসকেপি/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test